How to create Google Adsense Account in bangla গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম।Freelancer Sakib 2023
How to create Google Adsense Account in bangla গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম।Freelancer Sakib 2023
How to create Google Adsense Account in bangla গুগল এডসেন্স একাউন্ট খোলার নিয়ম।Freelancer Sakib 2023 Hello every one i hope like my video. Thanks for watching this video & you also follow my social media.
I am a (FREELANCER SAKIB) & also youtuber.
------------------------------------------------------------------------------------
আমার ফ্রিল্যান্সিং এর সব ভিডিও এর লিংক এখানে দেয়া আছে 👇👇👇আপনি চাইলে এক এক করে সব ভিডিও গুলো দেখে নিতে পারেন এবং ফ্রিল্যান্সিং শিখতে পারেন খুব সহজেই ধন্যবাদ।
সফল হইতে সরকারি সার্টিফিকেটের অথবা সরকারি পরিচয় পত্রের প্রয়োজন হয় না। একজন জেনুইন ফ্রিল্যান্সার নিজেই একজন বড় আইডেন্টিটি, তার আলাদা কোন আইডেন্টিটির প্রয়োজন হয় না। তার কারিগরি শিক্ষা বোর্ডের কোন সার্টিফিকেটের প্রয়োজন হয় না। যদিও এখন কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়।
আমরা যখন শুরু করি তখন কারিগরি শিক্ষা বোর্ড এগুলা আসলে তেমন কোনো গুরুত্ব ছিল না । তবে এখন দিনকাল অনেক পরিবর্তন হয়েছে, একজন ফ্রিল্যান্সারকে তার দৈনন্দিন কাজের সাথে তাল মিলিয়ে কাজ করতে হয়। একজন ফ্রিল্যান্সারকে কাজ করতে হলে শুধু তার দক্ষতা শো করতে হয়, কোন সার্টিফিকেট না। সার্টিফিকেট তার প্রয়োজন হয় যার দক্ষতায় দুর্বলতা আছে। একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে অনেক পরিশ্রম মেধার প্রয়োজন হয়।
সবাই আসলে মনে করে যে খুব সহজে হওয়া যায়, কিন্তু আসলে তা সঠিক নয়।একজন সফল ফ্রিল্যান্সার হতে গেলে তো কর্মদক্ষতার সাথে কাজ করে যেতে হয়। দৈনন্দিন কাজের সাথে তাল মিলিয়ে তাকে দক্ষতা অর্জন করতে হয়।
আজকে থেকে চার বছর আগে আমিও একজন এই জগতে ঢুকতে পেরেছি। যার সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি একজন কাছের বন্ধু ফারজানা মোল্লা এবং সাইফুল ইসলাম ভাইয়া।
অভিনন্দন
সিমা আক্তার আপুকে। ফ্রিল্যান্সিং মানে কাজ শিখি, কাজ শিখে পরিপূর্ণভাবে আয় করি। হ্যাপি ফ্রিল্যান্সিং।
No comments